শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৪৭ am
ক্রীড়া ডেস্ক : রোববার রাতে সুপার কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে অ্যাথলেটিক বিলাওয়ের স্ট্রাইকার আসিয়ের ভিয়ালিব্রেকে মেজাজ হারিয়ে থাপ্পড় দিয়ে বসেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে বার্সেলোনা তারকাকে লাল কার্ড দেখান মাঠের রেফারি জেসাস গিল মানজানো।
রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ঘটে যায় এমন ঘটনা; যা কখনও কল্পনাই করেননি বার্সা সমর্থকরা। ভিয়ালিব্রের গায়ে হাত তোলার সময় মেসির পায়ে বল ছিল না। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই বিধিসম্মত ছিল না।
অখেলোয়াড়ি সূচক এমন অপরাধে বার্সেলোনা অধিনায়ক মেসিকে কী শাস্তি দেওয়া যায়, তা ঠিক করতে এ সপ্তাহেই বসবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটি।
এমন অপরাধে সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি, এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম। ইএসপিএন জানিয়েছে, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে যে বার্সা দুই ম্যাচে পাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কমিটি যদি মনে করে ভিয়াব্রেকে আক্রমণ করেছেন মেসি, তাহলে বার্সেলোনা তারকাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। শৃঙ্খলাবিধানের অনুচ্ছেদ ৯৮-এর অধীনে এ শাস্তি দেওয়া হতে পারে।
বার্সার মূল দলের হয়ে ৭৫৩তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন মেসি। এর আগে বার্সা ‘বি’ দলের হয়ে একবার লাল কার্ড দেখেছিলেন তিনি। সূত্র : যুগান্তর, আজকের তানোর