শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০০ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে সুমন হত্যা মামলায় এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত (১৭ জানুয়ারী) রোববার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম রুহুল আমিন (২০)।
তিনি উপজেলার বনকেশর গ্রামের নজরুল ইসলামের পুত্র। গ্রেফতারকৃত ওই যুবকের রিমান্ড চেয়ে আজ (১৮ জানুয়ারী) সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়। নিহত সুমন (২০) একই গ্রামের মতিউরের পুত্র।
থানা পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিন গত বছরের ১১ জানুয়ারী টাইগারের বোতলে বিষাক্ত ক্যামিক্যাল কৌশলে সুমনকে খাইয়ে দেয়। এরপর সুমনের মৃত্যু ঘটে। ঘটনাটি নিয়ে তৎকালিন সময়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়। সম্প্রতি ওই ঘটনা নিয়ে সুমনের পিতা মতিউর রহমান বাদী তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৭/২১। ধারা ৩০২। ওই মামলার সূত্র ধরে রোববার দিবাগত গভীর রাতে রুহল আমিনকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, হত্যা মামলার সূত্র ধরে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতারকৃত ওই যুবকের ৩ দিনের রিমান্ড আবেদন চেয়ে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ অদালতে তাকে প্রেরণ করা হয়।