শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৮ am
ডেস্ক রির্পোট : করোনা পরিস্থিতিতে কোরবানী ওয়াজিব, মানুষের জীবন বাঁচানো ফরজ কথাটি ভেবে বাংলাদেশে সরকার প্রধান প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি মানুষ বাঁচানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ।
১৯ জুলাই দেশবাসীকে ‘ঈদ শুভেচ্ছা’ জানানোর লক্ষ্যে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিলি চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বলেছেন, কোথাও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না; পশুর হাট থেকে শুরু করে সকল পরিবহনে করোনার কারখানা বানানো হচ্ছে।
এমতবস্থায় অনতিবিলম্বে গরুর হাট বন্ধ করে সাধারণ মানুষকে খাদ্য প্রদান কর্মসূচী ঘোষণার মধ্য দিয়ে আসন্ন মৃত্যুপুরীর হওয়ার হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর এখনই সময়। তা না হলে পরে ঘোষিত লকডাউনে নিরন্নতায় মানুষ যেমন মরবে, তখন করোনাতেও মৃত্যুর সংখ্যা বাড়বে। যা প্রতিহত করার সুযোগ কাজে লাগানো হবে জাতির পিতার কন্যার প্রধান দায়িত্ব। তথ্যসূত্র : [email protected]