বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৯ am
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম, বিএনপি প্রার্থী ওজিউল ইসলাম মিয়া ও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ইভিএমে ১৬ হাজার ৫৪৭ পুরুষ ও ১৬ হাজার ৪৩২ নারী ভোটারসহ মোট ৩২ হাজার ৯৭৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।