রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৪ am
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় এক মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতররা হলেন, কুমিল্লার বামনপাড়া থানাধীন কল্পবাস গ্রামের মো. মনিরের ছেলে মো. আল আমিন (২১), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়া এলাকার মো. রাজনের ছেলে মো. রাব্বি হাসান (২১), নওগাঁর পত্নীতলা উপজেলার মৃত আজিজার রহমানের ছেলে মো. আব্দুস সবুর আলী (৪১)। সবুর আটক প্রাইভেট কারের চালক।
গ্রেফতারের বিষয়টি শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আড়াইটায় অভিযান চালানো হয়। দীর্ঘ অপেক্ষার পর ভোররাত ৪টার দিকে প্রাইভেট কারটি ঘটনাস্থলে পৌঁছানোর পর থামার সংকেত দিলে তারা দরজা খুলেই পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
পরে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা, তিনটি ভ্রমণ ব্যাগ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড, নগদ দুই হাজার ৮০০ টাকা, একটি প্রাইভেট কার, একটি ড্রাইভিং লাইসেন্স ও একসেট গাড়ির কাগজাদি জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজকের তানোর