শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫৯ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
আন্দাশুরা বিলে প্রকৃতির সঙ্গে চোখজোড়ানো পদ্মফুল

আন্দাশুরা বিলে প্রকৃতির সঙ্গে চোখজোড়ানো পদ্মফুল

আর কে রতন, বিশেষ প্রতিবেদক :
নওগাঁ জেলার মান্দা উপজেলা ও রাজশাহীর তানোর উপজেলা সীমান্তে চৌবাড়িয়া হাটের নিকটেই ভারশো ইউনিয়নে অবস্থিত আন্দাশুরা পদ্মবিল। সেখানে গেলে দেখা মিলবে চোখজোড়ানো ছেয়ে যাওয়া বাহারি রঙের পদ্মফুল। এটি পদ্মবিল নামে পরিচিত। বিলটিতে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া লাল, গোলাপি ও সাদা পদ্মফুলের নয়নাভিরাম সৌন্দর্য আকর্ষণ করে দর্শনার্থীদের।

আর এই মনোরম সুন্দর্য্য দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন ভ্রমণ পিপাসুদের পদচারণায় দিন দিন বাড়ছে ভীড়। বর্ষা মৌসুমে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া পদ্মফুল সৌন্দর্য্য বাড়ায় নওগাঁর আন্দাশুরা বিলের। পদ্মবিল নামে পরিচিত বিলটি জুড়ে লতা-পাতা, আবার কোথাও কচুরিপানা। এরই মাঝে ভেসে উঁকি দিচ্ছে বাহারি রঙের অগণিত পদ্মফুল।

স্থানীয়রা জানায়, ১৯৯৫ সালের পর থেকে বর্ষাকালে এই বিলে পদ্মফুল ফুটতে শুরু করে। বিস্তীর্ণ এলাকাজুড়ে লাল, গোলাপ ও সাদা রঙে প্রকৃতি প্রেমিদের স্বাগত জানায় এই জলজ ফুলের রানী পদ্মফুল। সৌন্দর্যের এই বাহার দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা।

শুধু সৌন্দর্যই নয় বর্যা মৌসুমে বিলের সংলগ্ন কয়েকটি গ্রামের স্বল্প আয়ের অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করে এই ফুল বিক্রি করে। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় পদ্মফুলের চাহিদা থাকায় ভোর থেকে দুপুর পযর্ন্ত বিল হতে ফুল সংগ্রহ করে রাজশাহী ও নওগাঁ শহর বাজারে বিক্রি করা হয়ে থাকে। বিল এলাকায় মূল্য কম থাকলেও শহরে এক একটি ফুল ৫ থেকে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে দৈনিক একজন মানুষ ৫ থেকে ৬’শ টাকা উপার্জন করছেন ফুল বিক্রি করে। তবে, লকডাউনে কারণে বর্তমানে ফুল বিক্রি আগের তুলনায় কম সরবরাহ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সামিউল ইসলাম বলেন, প্রতিদিন অনেক মানুষ দল বেঁধে পদ্মফুল দেখার জন্য পদ্মবিলে আসছেন। তারা নৌকা ভাড়া করে বিলের সৌন্দর্য্য উপভোগ করছেন। স্থানীয়রাও ভ্রমণ পিপাসুদের সহযোগিতা করে অর্থনৈতিক লাভবান হচ্ছে। হিন্দু ধর্মালম্বীরা বিভিন্ন পূজা-পার্বণে পদ্মফুলের ব্যবহার করেন। তাই এলাকার শ্রমজীবী মানুষ ফুল ও ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

মান্দার আন্দাশুরা পদ্মবিলে ঘুরতে আসা স্কুল ছাত্রী অনিকা মন্ডল বলেন, দীর্ঘদিন থেকে স্কুল থাকায় কোথাও ঘরতে যেতে পারি না। তাই অনেক দিন পর স্কুল ছুটির জন্য বিলে পদ্মফুল দেখতে এসেছি। মনোমুগ্ধকর অপরুপ প্রাকৃতিক সুন্দর্য্য দেখে আমি ভীষণ আনন্দিত।

ভারশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হোসেন এ প্রতিবেদককে জানান, আন্দাশুরা পদ্মবিল নামে এলাকায় ও বাহিরে পরিচিত। বিলে প্রাকৃতিকভাবে ফুটা পদ্মফুল দেখতে প্রতিদিন অনেক দর্শণার্থী ভীড় জমাচ্ছে।

এই স্থানটিতে দর্শণার্থীদের বসার জায়গা ও টয়লেটসহ আরও আকর্ষণীয় করার লক্ষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চেয়ারম্যান সুমন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.