রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২২ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ১০১ জন কর্মহীন দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
অপরদিকে, একই দিন উপজেলার বাঁধাইড় ইউপি ভবন চত্ত্বরে ইউনিয়ন এলাকার ১ হাজার ৪৪০ জনের মাঝে (ভিজিএফ) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
জানা গেছে, আজ ১৫ জুলাই বৃহস্প্রতিবার ইউপি ভবন চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিনারুল ইসলাম, ইউপি সদস্য লফর উদ্দিন, রিয়াজ উদ্দিন, পলাশ ও সহীদুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে, একই দিন বাঁধাইড় ইউপি ভবন চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি এলাকার ১ হাজার ৪৪০ জনের মাঝে (ভিজিএফ) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান উপকারভোগীদের হাতে এসব চাল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মমিনুল ইসলাম, শিক্ষক রবিউল ইসলাম, ইউপি সদস্য মুকুল হোসেন, আব্দুল লতিব ও সাইদুর রহমান প্রমুখ। আজকের তানোর