শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৫ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর : করোনাকালে রাজশাহীর তানোর পৌরসভার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ (১৪ জুলাই) বুধবার পৌর চত্বরে পৌর মেয়র ইমরুল হকের সভাপতিত্বে এসব ত্রাণের চাল বিতরণ করা হয়।
এসময় ত্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেল্লাল হোসেন, পৌরসভার প্যালেন ও ওয়ার্ড কাউন্সিলর আরব আলী, ইন্তাজ আলী, হাবিব সরকার ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ আর সংরক্ষিত কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাংবাদিকবৃন্দ।
মেয়র ইমরুল হক বলেন, মহামারি করোনাকালে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে কর্মহীন ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসয়ী ও অসচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ১ হাজার মানুষকে প্রদান করা হয়েছে।
তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, যদি কোন কাউন্সিলর এই ত্রাণের চাল নিয়ে দূর্নীতির আশ্রয় নেয় তবে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও জানান, তানোর পৌরসভাকে আগামী ৫ বছরের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে জনগণকে উপহার দিবেন। আজকের তানোর