শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবাতে করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেন ‘ওয়ান ব্যাংক’।
এ সময় অতিথি ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, নওহাটা পৌর কাউন্সিলর আজিজুল হক, দিদার হোসেন ভুলু, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, এবং ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নানসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
এ সময় ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নান বলেন, সকল দুর্যোগকালে ওয়ান ব্যাংক অসহায় মানুষের মাঝে আছে থাকবে। আজ ৫শ’ পরিবারের প্রত্যেকে ১৫ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১০০ গ্রাম মরিচের গুড়া প্রদান করা হয়েছে। আজকের তানোর