বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:১০ am
ক্রীড়া ডেস্ক : বছরের প্রথম গ্রান্ড স্লামে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়ে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ টেনিস খেলোয়ড়রা। বাধ্য হয়ে হোটেলের রুম পরিবর্তন করতে চাচ্ছেন তারকা এক খেলোয়াড়।
আবুধাবি থেকে চার্টার্ড বিমানে মেলবোর্নে গিয়েছেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভা। কিন্তু বিমানে একজনের শরীরে করোনা ধরা পড়ায় তাকে যেতে হয়েছে বাধ্যতামূলক আইসোলেশনে। সেজন্য তিনি আগেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এখন আবার হোটেলের রুমে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি।
টুইটারে কাজাখস্তানের এই টেনিস তারকা লিখেছেন- দুই ঘণ্টা ধরে ঘর পাল্টানোর চেষ্টা করছি। কোয়রেন্টিনের কারণে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, একটি ইঁদুর ইউলিয়া পুতিনসেভার রুমে ঘুরে বেড়াচ্ছে।
ব্রিটেনের খেলোয়াড় অ্যান্ডি মারের ভাই জুডি এমন ভিডিও দেখে রিটুইটে লেখেন- এবার বোধহয় তোমাকে বিড়াল পুষতে হবে। সূত্র : যুগান্তর। আজকের তানোর