শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৬ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলায় আহত এবং অবরুদ্ধ করে রাখেন এক দম্পতিকে। দম্পতিদের প্রায় ঘন্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর স্থানীয়দের সাহায্য না পেয়ে নিরুপায় হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯– এ ফোন করেন। পরে ঘটনাস্থলে মোহনপুর থানা পুলিশী সহায়তায় উদ্ধার হয়েছেন অবরুদ্ধ দম্পতি। এ ঘটনায় দম্পতির স্বামী ও প্রতিপক্ষ উভয় পক্ষ মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জমি নিয়ে উপজেলার ভেটুপাড়া গ্রামের দুলাল মন্ডলের সাথে ভাতিজা আকবর আলীর বিরোধ চলে আসছিল। রোববার দুপুর সাড়ে ১২ টার সময় আকবর আলী তার লোকজন নিয়ে দুলাল মন্ডলের পানবরজ জোর করে দখল করতে থাকে। ওই সময় দুলাল মন্ডল তার পান বরজ দখলে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দম্পতিকে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ধাওয়া করলে তারা বাড়ি ঢুকে আত্নরক্ষা করেন।
প্র্রতিপক্ষ আকবর আলী ও তার লোকজন দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে মারপিট করে নগদ দেড়লাখ টাকা, ১২ আনা ওজনের স্বর্ণের গহনা লুটসহ তাদের প্রায় এক ঘন্টা দম্পতিকে বাড়ির ভিতর অবরুদ্ধ করে রাখে। ওই সময় দুলাল মন্ডলের স্ত্রী রেখা বেগমজরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে মোহনপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুলাল মন্ডল (৫০), স্ত্রী রেখা বেগম (৪০) কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষ আকবর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৯৯৯ –এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয় পক্ষ রোববার রাতে থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর