বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ১২:৫৫ am
বিনোদন ডেস্ক :
প্যারাগুয়েতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয় মাসের জেল হয়েছিল রোনালদিনহোর। মাত্র ৩২ দিন জেল খেটে গত বছর এপ্রিলে ছাড়া পান ৪০ বছর বয়সী সাবেক এই তারকা ফুটবলার। এরপর আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে গানে মজেছেন ব্রাজিলীয় ফুটবল আইকন।
চলতি বছরে আটটি গান প্রকাশ করতে চান বার্সেলোনা ও ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার। গানের প্রতি তার আসক্তি অবশ্য নতুন নয়। ২০১৬ সালে প্রথম সংগীতের সঙ্গে তার সখ্য।
পরের বছর ‘সোজিনহো’ শিরোনামে একটি একক অ্যালবাম রিলিজ করেন তিনি। ‘সোজিনহো’ মানে একা। রোনালদিনহো জানিয়েছেন, এমন সুর বাঁধতে চান, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।