মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৪ pm
ডেস্ক রির্পোট : চলমান বিধিনিষেধ আগামী ১৪ জুলাইয়ের পর ফের বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা আসতে পারে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এসব কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আগামীকাল (সোমবার) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১৪ দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধিনিষেধ এ মুহূর্তে তুলে নেয়া হয়তো সম্ভব হবে না। তবে সেটা আগামী দুইদিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে।
ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে কেউ যাতে কর্মস্থল ত্যাগ না করেন সেই নির্দেশনা দেয়া হবে। ঈদের মধ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ থাকবে। কারণ গত ঈদের অভিজ্ঞতা ভালো নয়। মানুষ বাড়ি যাওয়ায় গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। গ্রাম এখন আর নিরাপদ নয়।
তিনি বলেন, আমরা যদি সংক্রমণ কমাতে চাই তবে এই প্রক্রিয়াটি (বিধিনিষেধ) আমাদের অব্যাহত রাখতে হবে বিভিন্ন পর্যায়ে। আমাদের কোরবানির হাট আছে। এই দুটি বিষয় কীভাবে সমন্বয় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাতে পারব, সেটা নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে। আমরা হাঁটগুলোতে কতটা নিয়ন্ত্রিত উপায়ে করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখা হয়েছে। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সূত্র : অনলাইন (সো)