শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৯ am
আকতার হোসেন, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জনতো লুৎফর হায়দার রশিদ।
আজ (১৭ জানুয়ারী) রোববার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করা হয়। এসময় পৌর এলাকার জৌতগরীব, টেটনা, তালুকপাড়া, প্রকাশনগর, কলেজপাড়া ও আয়ড়্যা মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, যুবলীগ নেতা সাহাবুদ্দীন, পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম আকাশ, মারুফ হোসেন প্রমূখ।