রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৮ am
নিজস্ব প্রতিবেদক, রাবি : শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এডুকেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথম এডুকেশন ফেস্ট। এতে অংশ নিয়েছিলেন ২ হাজারের অধিক শিক্ষার্থী।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘দক্ষ প্রশাসকের অভাবই বিশ্ববিদ্যালয়গুলোর দুর্দশার মূল কারণ’ শীর্ষক বিষয়বস্তুর ওপর প্রীতি বিতর্কে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড বাংলাদেশ। প্রীতি বিতর্কের মাধ্যমেই শেষ হয় দেশের প্রথম এডুকেশন ফেস্টের আসর।
এতে মডারেটর হিসেবে ছিলেন রাবি শিক্ষার্থী জান্নাতুল জান্নাত। সভাপতিত্ব করেন রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক গৌতম রায়। আজকের তানোর