শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৭ pm
এস কে স্বপন, মোহনপুর :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইন বেচাকোনায় পশুর হাট চালু করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। করোনা পরিস্থিতির কারণে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে পশু বেচাকেনা সমস্যায় পড়বেন খামারি ও কৃষকরা।
একারণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম ফেসবুকে মোহনপুর অনলাইন কোরবানির হাট নামে একটি গ্রুপ খুলে এই হাট চালু করেছেন।
অনলাইন কোরবানির হাট গ্রুপে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা আশাবাদী অনলাইন কোরবানির হাটে ব্যাপক সাড়া পাওয়া যাবে।
উপজেলার প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, সরকারি হিসেব মতে এ উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে প্রায় ৫৩ হাজার পশু রয়েছে। মোহনপুর কোরবানির হাট নামের এই অনলাইন গ্রুপের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা সহজেই গবাদিপশু কেনাবেচা করতে পারবেন। প্রাণিসম্পদ অফিস খামারি ও পশু পালনকারীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব প্রাণি পৌঁছে দেবে।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম জানান, ‘করোনা মহামারিতে ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে অনলাইন পশুরহাট চালু করা হয়েছে। অনলাইন পশুরহাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি, অনলাইন হাটের মাধ্যমে অনেকেই কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।’ আজকের তানোর