সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০১ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনাকালীন কঠোর লকডাউনে যেন কোন মানুষ অনাহারে না থাকে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনাকালীন বরাদ্দ থেকে প্রতিদিন করোনায় ক্ষতিগ্রস্থ তিনশত মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত রেখেছে জেলা ইউনিট।
রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক রেড ক্রিসেন্ট সদস্যদের অনুরোধ করেন, যেন কোন অসহায় মানুষ এই খাবার থেকে বঞ্চিত না হয়। রাজশাহী রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পক্ষ থেকে প্রতিদিন ৩০০ দরিদ্র মানুষের মাঝে আগামী ৩০ দিন এই খাদ্য বিতরণ করা হবে।
করোনাকালে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের হাতে খাদ্য পৌঁছে দিতে প্রতিদিন বিভিন্ন উপজেলায় গিয়ে এই খাদ্য বিতরণ করা হবে।
পবা ও মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণে উপস্থিত ছিলেন জেলা ইউনিট যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, উপ-যুব প্রধান সোলাইমান হোসেন রকি, সাবেক যুব প্রধান জুনায়েদ ইবনে হান্নান, রক্ত বিভাগের প্রধান আবু সালেহ জিমসহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকের তানোর