শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৫ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কচুয়া গ্রামের শ্রী রবি সিংহের স্ত্রী শ্রীমতি আরতি রানী রায় (৪৫)। প্রায় আট বছর স্বামীর সংসার করেছেন। তবে, মাঝে মধ্যেই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। স্বামীর এই অন্যায় কাজে ইন্ধন দিতেন তার দুই বড় ভাই।
এমন অভিযোগ এনে বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় তানোর থানায় যৌতুকের জন্য নির্যাতনের একটি মামলা দায়ের করেন আরতি রানী। ওই মামলার ভিত্তিতে রাতেই স্বামীসহ তার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-তানোর উপজেলার কচুয়া গ্রামের মৃত পেরি সিংয়ের তিন ছেলে শ্রী রবি সিং (৩০), মেজ ভাই শ্রী বিশ্বনাথ সিং (৪০) ও বড় ভাই শ্রী অন্ননাথ সিং (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
তিনি জানান, রবি সিংয়ের সঙ্গে আরতির বিয়ে হয়েছে ৮ বছর আগে। কিন্তু করোনাকালে আর্থিক সঙ্কটে থাকার কারণে তিনি আরতিকে তার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়ে আসার জন্য চাপ দেন। স্বামীকে যৌতুকের টাকা নেয়ার জন্য তার দুই বড় ভাইকে ইন্ধনদাতা হিসেবে অভিযোগে উল্লেখ করেছেন আরতি রানী।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে হয়েছে বলেও জানান ওসি। আজকের তানোর