শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৬ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোরে ৭টি ইউনিয়নের ৭৪২ জন কর্মহীন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানরা খাদ্যসামগ্রী প্রদান করেছেন। আজ (৮ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বাধাঁইড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনাকালীন খাদ্যসামগ্রী ও মাস্ক প্রদান করা হয়।
অত্র ইউপি সচিব মমিনুল ইসলামের পরিচালনায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। পরে ওই ইউনিয়ন এলাকার ১০৬ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তৈল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও দুইটি করে সাবান প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ৭৪২ জন কর্মহীন দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্বর থেকে চেয়ারম্যানরা বিতরণ করেছেন। স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপকারভোগীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। আজকের তানোর