রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অর্থের বিনিময়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রি চক্র সম্পর্কে বিস্তারিত জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে হেতেমখা কলাবাগান এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, এই জালিয়াত চক্রের মূলহোতা তারেক আহসান (৪১), তার দুই সহযোগি রফিকুর ইসলাম (৪২) ও তার স্ত্রী মামসুন্নাহার শিখা (৩৮)। তিন থেকে ১৫ হাজার বিনিময়ে বিভিন্ন চাকুরীজীবী ও বিদেশগামীদের কাছে করোনা পরীক্ষার ভূয়া সার্টিফিকেট তৈরী করে বিক্রি করা হয়। সিভিল সার্জন কার্যালয়ে ঘরে তারা এই জালিয়াতি চক্র গড়ে তোলে।
আরেফিন জুয়েল বলেন, যারা করোনা পরীক্ষা আসলে তাদের মোবাইল নাম্বার নিয়ে নেয়। এর পর তারা যোগাযোগ করে করোনা নেগেটিভ সার্টিফিকেট ব্যবস্থা করে দিতে চায়। এ পর্যন্ত তারা ৩০টি সার্টিফিকেট বিক্রির কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আজকের তানোর