সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৪৫ pm
গোদাগাড়ী প্রতিনিধি :
আগামী ১৪ ফেব্রুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থদফায় ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন গ্রহণের জন্য আজ ১৭ জানুয়ারী রোববার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এই দফায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিল পদে ৩০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন।
আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোদাগাড়ী পৌরসভা বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম বাবু, বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ও পৌর বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু ও জামায়াতের প্রার্থী মো: ওবাইদুল্লাহ মনোনয় পত্র দাখিল করেছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো: মশিউর রহমান তা জানিয়েছেন। আজকের তানোর