রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে কাঁদলেন বক্তারা

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে কাঁদলেন বক্তারা

নিজস্ব প্রতিবেদক : প্লেব্যাক সম্রাট খ্যাত দেশের বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের ১ম প্রয়াণ দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

মঙ্গলবার বিকেল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় এন্ড্রু কিশোরকে স্মরণ করে আবেগআপ্লুত হয়ে পড়েন বক্তারা। অশ্রুসিক্ত নয়নে কাঁদতে থাকেন দেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী গানের এ জাদুকরের অতীতের স্মৃতিচারণ করে।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি ও প্রয়াত কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের বন্ধু রাগিব আহসান মুন্না।

করোনা পরিস্থিতির কারণে মুঠোফোনে প্রধান বক্তা হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

ভার্চুয়ালি সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী এবং প্রয়াত কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের স্ত্রী মিসেস লিপিকা এন্ড্রু।

স্মরণসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পিয়ারা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান।

সভায় রাকসুর সাবেক ভিপি ও প্রয়াত কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোরের বন্ধু রাগিব আহসান মুন্না প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। অতীতের স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত নয়নে কেঁদে ফেলেন। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ।

তিনি বলেন, বছর দুয়েক আগেও এই রাজশাহী প্রেসক্লাব চত্বরেই বন্ধুরা গল্প করছিলাম। বন্ধু কিশোর তখনো জীবিত, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু আজ আর পৃথিবীতে নেই।

সভায় অন্য বক্তারা বলেন, পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন কণ্ঠশিল্পি এন্ড্রু কিশোর নামটি কোটি মানুষের হৃদয়ে থাকবে। এই রাজশাহী থেকে সংগীতে আত্মপ্রকাশ তাঁর। রাজশাহীর মাটিতে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিঁনি। দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে গত বছরের ৬ জুলাই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় তাঁকে। এন্ড্রু কিশোর বিদায় নিলেও তিনি অমর।

সভায় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য ইকবাল হাসান টাইগার, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সজন, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রিপন প্রমুখ।

এদিকে এন্ড্রু কিশোরের ১ম প্রয়ান দিবস উপলক্ষে তাঁর জন্মস্থান রাজশাহীতে মঙ্গলবার দিনব্যাপী খাদ্য বিতরণ করেন তার স্ত্রী মিসেস লিপিকা এন্ড্রু। এছাড়াও এদিন সকালে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও এই দুই সংগঠনের পক্ষ থেকে দুপুরে প্রায় ২৫০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.