এছাড়া এই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৮৮৪ জন। এভিএমএ ভোটগ্রহণের জন্য নয়টি ওয়ার্ডের প্রত্যকটিতে একটি করে কেন্দ্র করা হয়েছে। এনির্বাচনে বিএনপির প্রার্থী তোজাম্মেল হক ছাড়াও স্বতন্ত্র দুজন প্রার্থী ছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী মেয়র মুক্তার আলী ছাড়াও রিবন আহম্মেদ বাপ্পি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে, গোদাগাড়ীর কাকন হাট পৌরসভার বর্তমান মেয়র আব্দুল মজিদ বাদে নৌকার প্রতীক পেয়েছেন, একেএম আতাউর রহমান খান। এছাড়া বিএনপির প্রার্থী হাফিজুর রহমান হাফিজ। আর জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন রুবন হাসান। এই পৌরসভায় পরিবেশ সুষ্ঠ থাকায় নিজ নিজ পক্ষে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, তিনটি পৌরসভায় মোট ২৯টি ভোট কেন্দ্র। নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ ভালো রয়েছে। এছাড় নির্বাচনের দিনে কেন্দ্রে পুলিশ, আনসার থাকবে। এছাড়া মোবাইলটিম, থানা টহল পুলিশ ছাড়াও ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।