রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৪ am
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৩৯টি অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান করা হয়েছে। মঙ্গলবার এসব অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান করা হয়।
এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামেক হাসপাতালে পরিচালক ব্রি. জেনারেল শামীম ইয়াজদানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই ও বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল আলম বাদল প্রমুখ।
একই দিনে চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে চারটি করে অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান করা হয়।
এছাড়াও নাটোর জেলার লালপুর, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি করে এবং পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান করা হয়। এরআগেও রাজশাহী মহানগরীসহ উপজেলাসমুহে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। আজকের তানোর