রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৯ am
জাকির হোসেন টুটুল, তানোর :
রাজশাহীর তানোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা সদরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ (৪ জুলাই) রোববার তানোর সদরের বিভিন্ন স্থানে এসব সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব ও প্লাটুন কমান্ডার হিরা হালদার।
এসময় কমান্ডার রাকিবুল ইসলাম বলেন, আপনারা অবগত আছেন যে, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় সরকার সারাদেশে ৭ দিন লকডাউন ঘোষণা করেছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশ ব্যাপী প্রশাসনের পাশপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়ন করেছেন।
আমরা আনসার ও ভিডিপি কোম্পানির সদস্যরা তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান মহোদয়ের নির্দেশনায় করোনায় জনসচেনতা মূলক প্রচার-প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেছি।
রাকিবুল আরও বলেন, আপনারা বিনা কারণে ঘরের বাহিরে বের হবেন না। নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুবেন। বিশেষ প্রয়োজনে বাড়ির বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।
এছাড়া চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন ও আপনার পরিবারের সদস্যদের বাঁচান। আজকের তানোর