শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৮ am

সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা নগরীতে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাগমারার সাবেক দুই এমপিসহ ৭৩ জনের নামে মামলায় ১ জন গ্রেপ্তার বাগমারায় চাঁদা নিতে এসে সেনা ক্যাম্পের ঝাড়ুদার আটক রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জাওয়াদুল হক ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ও পুলিশ কমিশনার নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে এগিয়ে জামায়াত দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর শিল্পীরা গাজার ৮০ শতাংশই বাসিন্দা বিশ্বের ক্ষুধার্ত মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল এবার অবস্থান নিয়ে প্রতীকি ক্লাস-পরীক্ষা দিলেন নাসিং শিক্ষার্থীরা ছাত্ররা ব্যস্ত রাষ্ট্র সংস্কারে, আর পতিত গোষ্ঠী দখলদারিতে : চরমোনাই পীর
মুন্ডুুমালায় মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

মুন্ডুুমালায় মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আশরাফুল ইসলাম রনজু, তানোর :

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়রপদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে আ’লীগ মনোনীত আমির হোসেন আমীন, বিএনপি মনোনীত ফিরোজ কবির ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বেড়েই চলেছে এসব প্রার্থীদের প্রচার-প্রচারণা।

কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সেই সঙ্গে কর্মী সমর্থকরাও নিজ পছন্দের প্রার্থীর পোষ্টার ও লিফলেট সাটানোতে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে নির্বাচন ঘিরে পৌর এলাকায় উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসবের আমেজ বিরাজ করছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩০ জানুয়ারী এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়রপ্রার্থী রয়েছেন ৩ জন। এরমধ্যে অন্যতম মুন্ডুমালা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী। বর্তমানে পরিষদের প্যানেল মেয়র আমীন।

তিনি জানান, তার নেতাকর্মী ও সমর্থকদের প্রচারণায় ভোটের মাঠে প্রতিদিনই বাড়ছে ভোটারের সংখ্যা। তারপরও নৌকা প্রতীকের পরিচিতি ব্যাপাক। সরকারের বিভিন্ন উন্নয়ন অব্যহত রাখতে পৌরবাসি তাকেই মেয়র নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ফিরোজ কবির। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। তানোর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। দলীয় মনোনয়নে দ্বিতীয় বারের মতো মেয়রপদে ভোট প্রার্থনায় রয়েছেন। তিনি বলেন, নির্বাচন যদি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটারা যদি ভোট দিতে পারে তাহলে এবার অবশ্যই তার বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি।

অপরদিকে, মুন্ডুমালা পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান তিনিও মেয়রপ্রার্থী। তবে, সম্প্রতি ১০ জানুয়ারী দলীয় পদ থেকে তিনি পদত্যাগ করেছেনে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানানো হয়। সাইদুর বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। নিরপেক্ষ ও সুষ্ঠ ভোটে তার বিজয় সুনিশ্চিত। প্রসঙ্গ, এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৭১ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৮৯ জন। আজকের তানোর

 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.