শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪০ pm
ডেস্ক রির্পোট : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ৩৩ বছর আগে ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এয়ারের ৬৫৫ নম্বর ফ্লাইটটি গুলি করে ভূপাতিত করে এবং এর ২৯০ বেসামরিক আরোহীর সবাইকে হত্যা করে।
এই বর্বরোচিত ঘটনায় এখন পর্যন্ত ক্ষমা চায়নি যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের আকাশে মার্কিন রণতরী থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার বার্ষিকীতে শনিবার এক টুইটবার্তায় এ কথা বলেন তিনি।খবর মেহের নিউজের।
জারিফ টুইটবার্তায় আরও বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সহিংস হামলা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহিংস আচরণ বহু আগে শুরু হয়েছে এবং আজ তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের আকারে অব্যাহত রয়েছে।
১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেনেস থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ যাত্রী ও ১৬ ক্রু ছিলেন।
বন্দর আব্বাস থেকে দুবাই যাওয়ার সময় হরমুজ প্রণালির আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের ২৯০ আরোহীর মধ্যে ৬৬ শিশু ও ৫৩ নারী ছিলেন।
মার্কিন কর্মকর্তারা সেই সময় মিথ্যা দাবি করে বলেছিলেন, তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। কিন্তু পরবর্তী সময় ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে ওই হামলার জন্য পুরস্কৃত করে আমেরিকা। সূত্র : যুগান্তর