শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১০ am
ডেস্ক রির্পোট : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো রাজধানীতেও চলছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের চতুর্থ দিনে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
সকালে রিকশা নিয়ে বা ছাতা মাথায় দিয়ে কিছু মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে সব মিলিয়ে সড়কগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর কিছু রিকশা দেখা গেলেও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল নগণ্য।
রোববার (৪ জুলাই) মিরপুর, কাজীপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও মানুষ ছিল কম। কিছু দোকানপাট খোলা থাকলেও সেগুলোতে ক্রেতা কম। সাটার অর্ধেক নামিয়ে অলস সময় পার করতে দেখা যায় বিক্রেতাদের।
বিধিনিষেধ কার্যকরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
জরুরি প্রয়োজন ছাড়া অকারণে বাইরে বের হওয়ায় গতকাল (শনিবার) রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেফতার করা হয়। এর আগে রাজধানীতে বিধিনিষেধের প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করে পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে সরকার সাত দিনের জন্য সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে। সেই বিধিনিষেধ প্রতিপালন করতে বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র : জাগোনিউজ