মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৫ pm

সংবাদ শিরোনাম ::
একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী
এবার আইপিএলে আসছেন টেন্ডুলকারের ছেলে?

এবার আইপিএলে আসছেন টেন্ডুলকারের ছেলে?

ক্রীড়া ডেস্ক : শচীন টেন্ডুলকার তো আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ানসে ছিলেন। মুম্বাইয়ের ঘরের ছেলে ভারতীয় কিংবদন্তি। তাঁকে ‘আইকন’ রেখেই প্রথম থেকে দল সাজিয়েছিল মুম্বাই। যত বছর খেলেছেন, মুম্বাইয়েই ছিলেন টেন্ডুলকার।

শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও কি বাবার মতো একই দলে সুযোগ পাবেন? মুম্বাই না হোক, অন্তত আইপিএলের কোনো দলে সুযোগ পাবেন তিনি?

প্রশ্নটা উঠছে গতকাল থেকে। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয় অর্জুন টেন্ডুলকারের। ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়ায় এখন ২০২১ আইপিএলে খেলার যোগ্যও হয়েছেন তিনি। এবার আইপিএল নিলামে থাকবে তাঁর নাম। কোন দল কিনবে টেন্ডুলকারের ছেলেকে? আদৌ কেউ কিনবে?

বয়স হয়ে গেছে ২১ বছর। বাবার মতো ব্যাটিং নয়, বোলিংকেই বেছে নিয়েছেন অর্জুন। বাঁহাতি পেসার তিনি। খুব একটা যে ভালো কিছু এখনো করে উঠতে পারেননি, সেটি তো এত দিনেও পারফরম্যান্সের কারণে শিরোনামে না আসতে পারাই বলে দেয়। এত দিনে এসে মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হলো তাঁর!

অভিষেকও মনে রাখার মতো হয়নি। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে হরিয়ানার বিপক্ষে পাওয়ার প্লেতে বোলিং দিয়ে শুরু করেছিলেন, সেখানে চৈতন্য বিষ্ণয়ের উইকেট পেয়েছেন। কিন্তু এরপর বেধড়ক মার খেয়েছেন। এমনই যে মুম্বাইয়ের বোলারদের মধ্যে কাল সবচেয়ে বেশি খরুচে ছিলেন অর্জুন! ৩ ওভারে ৩৪ রানে উইকেট ওই একটি।

এমনিতেই মুম্বাইয়ের মৌসুমটা ভালো কাটছে না। আগের তিন ম্যাচেই হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়েছে। কাল হরিয়ানার কাছেও ৮ উইকেটে হেরেছে মুম্বাই।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন অর্জুন। কিন্তু ভালো করতে পারেননি। মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছিলেন। এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটে কোনো সিনিয়র দলে সুযোগ মেলেনি। এত দিন ইংল্যান্ডের মাটিতে ক্লাব ক্রিকেট খেলেছেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাব ইয়াং ক্রিকেটার্সের হয়ে খেলেছেন সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে, যেটি আসলে ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস স্ট্যাটাস পাওয়া কাউন্টি ক্লাবগুলোর রিজার্ভ দলের টুর্নামেন্ট। খেলেছেন ইলিং ক্রিকেট ক্লাবের হয়েও।

ক্রিকেটে বিখ্যাত বাবার সন্তানদের ভালো করতে দেখা গেছে কমই। অর্জুনও কি সেই পথেই এগোচ্ছেন? শঙ্কাটা আছেই। অর্জুন অবশ্য বাবার পরিচয় ছাপিয়ে নিজের আলাদা নাম করতে পরিশ্রম করে যাচ্ছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। তাঁকে মাঝেমধ্যে ভারতের জাতীয় দলের নেটে বোলিং করতে দেখা যায়, মাঝেমধ্যে খেলেন রাজ্যের মধ্যে বিভিন্ন দলের ম্যাচেও। সেদিক থেকে গতকাল বড় একটা ধাপই পেরিয়েছেন অর্জুন।

সূত্র : প্রথমআলো, আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.