শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৭ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে চলমান করোনা পরিস্থিতির বিধিনিষেধ অমান্য করায় সাতজনকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, হতদরিদ্র ও ছিন্নমুল অসহায় বয়স্ক মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করে সবাইকে বাড়িতে থাকার আহবান জানান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
কঠোর লকডাউনের আজ (২ জুলাই) শুক্রবার দ্বিতীয় দিনে তানোর সদরের গোল্লাপাড়া বাজার, মুন্ডুমালা বাজার ও চৌবাড়িয়া হাট বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এসব জরিমানা সাধারণ ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে আদায় করা হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, করোনা প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে, হতদরিদ্র ও ছিন্নমুল অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। ইউএনও আরও বলেন, করোনাকালে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সকলেই ঘরে থাকুন সুস্থ্য থাকুন। আজকের তানোর