রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:২৯ am

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
করোনা : জুনে গড়ে দৈনিক ৬৩ জনের মৃত্যু

করোনা : জুনে গড়ে দৈনিক ৬৩ জনের মৃত্যু

ডেস্ক রির্পোট : করোনা মহামারি শুরুর পর দেশে সবচেয়ে ভয়াবহ মাস ছিল চলতি বছরের এপ্রিল। মে মাসে করোনা পরিস্থিতি কিছুটা কমতির দিকে থাকলেও জুন মাসের মাঝামাঝিতে সেটি ফের বাড়তে শুরু করে। যা জুলাই মাসে এসেও অব্যাহত রয়েছে। গতকাল ১ জুলাই ১৪৩ জন মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যা দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ১ জুন স্বাস্থ্য অধিদপ্তর করোনায় এক দিনে ১ হাজার ৭৬৫ জন আক্রান্ত ও ৪১ জন মৃত্যুর খবর জানিয়েছিল। এক মাসের ব্যবধানে ১ জুলাই আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩০১ জনে ও মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে না চললে চলতি জুলাইয়ে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, জুনের প্রথম ১৫ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৩ জন। আর জুনের শেষ ১৫ দিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৮১ জনের। অর্থাৎ জুনের প্রথম ১৫ দিনের চেয়ে শেষ ১৫ দিনে মৃত্যু দ্বিগুণের বেশি। জুনে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮৮৪ জন। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। যা এপ্রিলের পর সর্বোচ্চ। এপ্রিলে মোট মৃত্যু হয়েছিল ২ হাজার ৪০৪ জনের। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছিল ৮০ জনের।

জুনে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭১৮। যা এপ্রিলের পর সবচেয়ে বেশি। এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। যা আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে। লকডাউনে গণপরিবহন, অফিস-আদালত সব বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, কঠোর লকডাউন চলমান থাকলে সংক্রমণ ও মৃত্যু কমে আসবে। এছাড়া মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে রাখতে হবে এবং শনাক্তদের প্রত্যেককে ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন আর মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র : আজকের পত্রিকা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.