শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৩ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
বাঘার অটোচালক জায়দার বেগমের গল্প…

বাঘার অটোচালক জায়দার বেগমের গল্প…

নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী) : বাবার খুব আদরের মেয়ে ছিল জায়দা বেগম। তার বয়স যখন ছয় বছর, বাবা মীর মসলেম উদ্দিন হঠাৎ মারা যান। তার এক ভাই ও দুই বোন রয়েছে। জায়দা ছিল সবার বড়। বাবার মৃত্যুর কিছু দিন পর ভাইটাও মারা যায়।

পরে জায়দা মামা নুর মোহাম্মদের কাছে আশ্রয় নেয়। মামাও কিছু দিন পর মারা যায়। বাবার রেখে যাওয়া আট বিঘা জমি ছিল। এই জমি রাক্ষুসে পদ্মা গ্রাস করে নেয়।

অবশেষে কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দু-মুঠো ভাতের জন্য কিস্তিতে কেনা ভ্যান নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াতে শুরু করেন জায়দা। এই গ্রামে ৫ কাঠা জমি কিনে শুরু করেন নতুন জীবন। খেয়ে-পরে বেঁচে থাকার তাগিদে কোনো পেশাকে ছোট করে দেখেননি জায়দা বেগম। এভাবেই পার করেন জীবনের ৫০ বছর। জায়দা বেগম আজ মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার জায়দা বেগম জানান, স্থানীয় এক এনজিও থেকে কিস্তিতে ৬০ হাজার টাকা নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কিনেছে। নিজ এলাকায় কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে রাস্তায় ভ্যান নিয়ে নামেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ এলাকা জোতকাদিরপুর-নারায়ণপুর-বাঘা-আড়ানী সড়কে ভ্যান চালান। যাত্রী পরিবহন করে লকডাউনের আগে প্রতিদিন আয় হতো প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা।

জানা যায়, বাবার মৃত্যুর পর তাদের থাকার জায়গাটুকু পদ্মাগর্ভে চলে যায়। ফলে নিরুপায় হয়ে পড়েন জায়দা। এর মধ্যে খুব কষ্টে দুই বোনকে অন্যত্র বিয়ে দেন। এদিকে জায়দা বেগমের চেহারা কালো বলে কেউ বিয়ে করতে চায়নি।

৩০ বছর বয়সে শাহা জামাল নামে একটি ছেলেকে বিয়ে করেন। তাদের বছরখানেক সংসারের মাঝে পেটে সন্তান আসে। কিন্তু সন্তান জন্মের আগে স্বামী চলে যান। অভাবী সংসারে ভারতের সীমান্তবর্তী পদ্মার দুর্গম বাংলাবাজারচর ছেড়ে ছেলে জায়দুল হককে পেটে নিয়ে প্রায় ৩০ বছর আগে চলে আসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে।

এখানে এসেও জন্ম নেওয়া ছেলেসন্তান, বৃদ্ধ মা, নানিকে নিয়ে কি করে সংসার চলবে চিন্তায় পড়েন। অবশেষে কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দু-মুঠো ভাতের জন্য কিস্তিতে কেনা ভ্যান নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াতে শুরু করেন। এই গ্রামে ৫ কাঠা জমি কিনে শুরু করেন নতুন জীবন। এভাবেই পার করেন জীবনের ৫০টি বছর।

তার নানি দুই বছর ও মা এক বছর আগে মারা গেছেন। ছেলেকে এক বছর আগে বিয়ে দিয়েছেন। বর্তমানে ছেলেসহ তিনজনের সংসার। মাসে তার ছয় হাজার টাকা কিস্তি দিতে হয়। করোনাভাইরাসে লকডাউনের কারণে এনজিও কিস্তি নিয়ে পড়েছেন বেকায়দায়। লকডাউনের আগে সাপ্তাহিক কিস্তির টাকা দিতে কোনো অসুবিধা হতো না।

জায়দা বেগম বলেন, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি। আমি কালো বলে বাবার ইচ্ছা ছিল লেখাপড়া শিখিয়ে সরকারি চাকরি করাবেন। কিন্তু কপালে ছিল না, তাই হয়নি। আমি এখন রাস্তায় অটো চালাই। তবে দেশে নারীদের জন্য পরিবহণের বিশেষ কোনো সুবিধা নেই। নিরাপত্তার ব্যবস্থা করলে নারী চালক বৃদ্ধি পাবে।

এ বিষয়ে বাঘা বাজারের দরগা মেডিকেল হলের গ্রামীণ চিকিৎসক আবদুল লতিফ মিঞা বলেন, বর্তমানে রাস্তায় যে হারে দুর্ঘটনা হয়। নারীরা সহজে ধৈর্যহারা হয় না। ওভারটেক করার প্রবণতা থাকবে না। সে ক্ষেত্রে নারীরা ভ্যানচালকের আসনে এলে দুর্ঘটনার হার অনেক কমে যাবে। গাড়িচালক হিসেবে পুরুষের চেয়ে নারীরা বেশি নিরাপদ।

সাবেক স্থানীয় বেসরকারি স্ব-উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকী বলেন, খামখেয়ালি স্বভাব আর অকারণে ধৈর্যহারা কম হয় মেয়েরা। যে কোনো সাহসী পেশাতে মেয়েদের এগিয়ে আসতে পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.