শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৪ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভার আয় ও ব্যয় সমপরিমান দেখিয়ে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২৩ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে এবারে ৭ কোটি ৭০ লাখ ৪ হাজার ৪১৬ টাকা বেশি। আজ (৩০ জুন) বুধবার বেলা ১২টার দিকে পৌর ভবনের সভাকক্ষে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন তানোর পৌরসভার মেয়র ইমরুল হক।
পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক তানোর শাখা ম্যানেজার সোহের রানা। এসময় বাজেট পেশ করেন পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আব্দুস সবুর।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুজ্জামান মোল্লা বাচ্চু, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আরব আলী ও ইন্তাজ আলী।
এসময় উপস্থিত ছিলেন, নারী কাউন্সিলর জুলেখা বেগম, গোলেহার নাজনীন, মমেনা আহম্মেদ, কাউন্সিলর তাছির উদ্দীন, রুকুনুজ্জামান, নাজিম উদ্দীন, লিয়াকত আলী, হাবিবুর রহমান, মুনজুর রহমান, মোস্তাফিজুর রহমান ও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান ছাড়াও বিভিন্ন এলাকার পৌর নাগরিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক বলেন, এবারের বাজেট অতীতের চেয়ে অনেক বড় হলেও পৌরকর বৃদ্ধি করা হয়নি। ফলে নিয়মিত পৌরকর পরিশোধের জন্য তিনি পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।আজকের তানোর