শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৮ am
এসকে স্বপন, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তার বিরদ্ধে অর্থ আত্মসাত ও দোকানঘর দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভুক্তভুগি বড়ভাই মুঞ্জর কাদির। এসময় স্ত্রী-সন্তানসহ তার নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মঞ্জুর কাদির লিখিত বক্তব্যে বলেন, তার আপন ছোট বোন মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা দীর্ঘদিন ধরে আমার ও আমার স্ত্রী সন্তানের উপর নির্যাতন চালিয়ে আসছেন। পেছনের কারণ হিসেবে তিনি জানান, তিনি বিদেশ থাকতেন। আর তার টাকা দিয়ে চলতো দোকানসহ বাবার পরিবারের খরচ। পরবর্তীতে বড় বোনের ছেলেরা দোকান ভাড়া নেয় আর দোকানের মামালের টাকা আমি দিই।
এরপর দোকানটি নিজ নামে দখল করে নেয় তারা। এর প্রতিবাদ করে টাকা চাইলে নানা ভাবে তারা আমার উপর প্রভাব ফেলে এবং টাকা দেয়নি। আমার স্ত্রী মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক। এ কারণে রিক্তা ওই বিদ্যালয়ের সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে আমার স্ত্রীর বেতনসহ সকল হিসেব নিকাশ বন্ধ করে দেন।
অবশেষে প্রধান শিক্ষক হিসেবে আমার স্ত্রী বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মিলেনি বরং উল্টো হুমকি দিচ্ছেন তারা। মন্তব্য জানতে চাইলে নারী ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা বলেন সংবাদ সম্মেলনে উল্লেক্ষিত তাদের অভিযোগ মিথ্যা। আমার মান ক্ষুন্ন করতে তারা এধরণের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আর প্রতিবন্ধী স্কুলটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সরকারি প্রচেষ্টা চলছে এজন্য এর দায়িত্ব ইউএনও’র নিকট তুলে দেয়া হয়েছে। উনি বিদ্যালয়ের দেখভাল করেন আমার কিছুই করার নেই। তবে চাই আপনানের মাধ্যমে সকল সত্য বেরিয়ে আসে। আজকের তানোর