শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৩ pm
রাশেদুল হক ফিরোজ, বাগমারা :
সিএনজিতে ভুল করে ফেলে যাওয়া এক যাত্রীর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ও নতুন দুটি মোবাইল ফোনসহ একটি ব্যাগ চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করেছেন পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সিএনজির ওই যাত্রীর নাম শামীম হোসেন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী পৌর পল্লী ফাউন্ডেশনের কর্মী। তার বাড়ি রংপুর জেলা সদরে।
জানা যায়, পাবনা জেলার ঈশ্বরদী পৌর পল্লী ফাউন্ডেশনের কর্মী শামীম হোসেন ঈশ্বরদী থেকে সোমবার বেলা এগারোটার দিকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ও নতুন দুটি মোবাইল ফোনসহ একটি ব্যাগ নিয়ে সিএনজিযোগে পাবনায় যায়। ভুল করে তার ব্যাগ সিএনজিতে রেখেই তিনি নেমে পড়েন। সিএনজি চলে যাবার পর তার ব্যাগের কথা মনে হয়। এসময় দিশেহারা হয়ে পড়েন তিনি।
এক পর্যায়ে সদর ট্রাফিক পুলিশ এর মুন্সি মকলেছ এর নিকট গিয়ে বিষয়টি খুলে বলেন শামীম। এরপর রাত একটার দিকে তারা দুজন পাবনা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনপেক্টর আবুল কালামের কাছে গিয়ে ঘটনার বর্ণনা দেয়। ইনপেক্টর আবুল কালাম ঈশ্বরদী সদর সার্কেল ও পাবনা সদর থানার ওসির নির্দেশে এটিএসআই ইয়াকুব ও সঙ্গীয় ফোর্সসহ সিএনজি চালকের সন্ধানে অভিযানে নামেন। যাত্রী শামীমের কাছ থেকে সিএনজিতে গ্যাস নেওয়ার কথা শুনে ঈশ্বরদী থানা পুলিশের সহযোগীতায় দাশুড়িয়া আকিজ পাম্প থেকে সিএনজি চালকদের গ্যাস নেবার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাকে শনাক্ত করেন শামীম। এরপর ভিডিও ফুটেজ পাবনার আরেক সিএনজি ড্রাইভার টোকন কে দেখালে সিএনজি ড্রাইভার মাসুম শেখ কে শনাক্ত করে পুলিশ।
পুলিশ ওই সিএনজি ড্রাইভার মাসুম শেখ এর বাড়ি সনাক্ত করে তাকে খুঁজে বের করে। প্রথমে সে টাকার ব্যাগ পাওয়ার কথা অস্বীকার করে। পরে পুলিশের কাছে জানায় তার এক বন্ধু আলামিন ও সে টাকা ভাগ করে নেয়। পরে আলামিন কেও খুঁজে বের করে পুলিশ। এরপর তাদের কাছ থেকে এক লাখ একান্ন হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে শামীমের কাছে ফিরিয়ে দেয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে শামীম বাকরুদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ কে ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে পাবনা সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম জানান, ভোর প্রায় পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে সিএনজিতে ফেলে যাওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে ওই যাত্রীকে বুঝিয়ে দেয়া হয়েছে। আজকের তানোর