মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৬ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। শনিবার সকাল থেকে আকাশে সূর্য দেখা যায়নি। ভোর থেকেই হালকা বাতাস থাকার কারণে শীতের দাপট ছিল বেশি। হালকা বাতাস থাকায় আরো বেশি শীত অনুভূত হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিনে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় দেখা মেলেনি সূর্যের। এদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পুরো নভেম্বর
মাস ছিল শীতহীন। শীতের পোশাক ছাড়াই নগর ও আশেপাশের উপজেলার মানুষ বাইরে প্রয়োজনীয় কাজে বেরিয়েছে। ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই শীতের পমিাণ বাড়তে থাকে। কয়দিন শীত পড়লেও আবার স্বাভাবিক হয়ে যায় তাপমাত্রা। জানুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত তেমন শীত ছিলনা। কিন্তু হঠাৎ করে গত তিনদিন ধরে রাজশাহীতে পড়ছে হাড় কাঁপানো শীত। কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়ছে মানুষ। বেশি সমস্যার মধ্যে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছটায় বাতাসে আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা পরিমাণ আরো কমার সম্ভাবনা রয়েছে। আজকের তানোর