শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৪ pm
ক্রীড়া ডেস্ক : ডোপ টেস্টে ধরা পড়ায় ভারতীয় অলরাউন্ডারকে চার বছরের জন্য পেশাদার ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার আনসুলা রাওকে ডোপ টেস্টের কারণে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত বছর মার্চেই ডোপ টেস্টে ধরা পড়েন তিনি।
আনসুলাই প্রথম নারী ক্রিকেটার যিনি ডোপ টেস্টে ধরা পড়লেন। মধ্যপ্রদেশ নারী সিনিয়র দলে এখনো সুযোগ পাননি রাও। খেলেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।
তিনি নাডার নিষিদ্ধ তালিকায় থাকা পারফরম্যান্স বর্ধনকারী ড্রাগ নোরানডোস্টেরণ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর্থিক সহায়তা নিয়ে আনসুলা নিজের নমুনা বিদেশে পরীক্ষা করতে পাঠান।
মার্চে নিজের টেস্টের ফলাফল নিয়েই এডিডিপির সামনে হাজির হন। জানা যায় নির্বাসন পর্বে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা আর্থিকভাবে তাকে সাহায্য করবে। সূত্র : যুগান্তর