রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৪ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তানোর উন্নয়নে একধাপ এগিয়ে স্বপ্নদ্রষ্টা এমপি ফারুক চৌধুরী

তানোর উন্নয়নে একধাপ এগিয়ে স্বপ্নদ্রষ্টা এমপি ফারুক চৌধুরী

ইমরান হোসাইন :
মনীষীদের ভাষায়- একজন উত্তম বন্ধু যেমন জীবনের গতি পাল্টে দিতে পারে, তেমনি সৎ চরিত্রবান বন্ধু জীবনকে ধ্বংসের চূড়ান্ত সীমা থেকে উদ্ধার করতেও সক্ষম হয়। এমনই একজন অন্য মানব সমাজের নিপীড়িত, নির্যাতিত ও দূর্ভিক্ষ মানুষের সেবা ও সহায়তার স্বপ্নে ছুটে চলেছেন অবিরাম গতিতে।

তিনি এই সেই সৎ, যোগ্য ও নিষ্ঠাবান কর্মদক্ষ সফল মানুষ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি এই আসনে এমপি নির্বাচিত হবার পর পাল্টে গেছে দৃশ্যপট।

বদলে গেছে সমাজ, কৃষি, মৎস্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। তাঁর নানামুখী কর্মদক্ষতায় এঅঞ্চলের শুধু শিক্ষকের বেতন বৃদ্ধি ও শিক্ষার্থীর উপবৃত্তি নয়, একতলা ভবন থেকে গড়ে উঠেছে বেশ কয়েকটি বহুতল ভবন। এছাড়া কৃষকের কৃষি প্রনোদনা থেকে শুরু করে শ্রমজীবি, মৎস্যজীবি, প্রতিবন্ধী, বেকার, বয়স্ক ও বিধবাদের ভাতাসহ উপকরণ বৃদ্ধির কারণে ব্যাপক প্রশংসিত হচ্ছেন সাংসদ ফারুক চৌধুরী।

জানা যায়, বিগত ২০০৯ সালে বিএনপির প্রভাবশালী মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে বিপুল ভোটে পরাজিত করে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক চৌধুরী। তিনি সাংসদ নির্বাচিত হয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বহুতল শিক্ষা ভবন নির্মাণে বলিষ্ঠ পদক্ষেপ হাতে নেন। এজন্য তাঁর কর্মদক্ষতায় সংসদে ও বিভিন্ন মন্ত্রণালয়ে নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরতে সক্ষম হন তিনি।

যার প্রেক্ষিতে আশানুরুপ উন্নয়নে একধাপ এগিয়ে সাংসদ ফারুক চৌধুরীর নির্বাচনী এলাকা তানোর- গোদাগাড়ী। এই আসনে তিনি বারবার নির্বাচিত হয়ে দক্ষতা ও অভিজ্ঞার প্রমান দিয়েছেন। শহীদ পরিবারের এই সন্তান শুধু তানোর-গোদাগাড়ীতে নয়, রাজশাহীতে আওয়ামী লীগের রাজনৈতিক বলয় সৃষ্টি করেছেন। জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার আপন ভাগ্নে তিনি। শিল্পপতি এই নেতা তানোর উপজেলার চৌরখোর গ্রামের জমিদার শহীদ আজিজুল চৌধুরীর সুযোগ্য পুত্র।

তাঁর বংশ মর্যাদা ও অঢেল সম্পতি নিয়ে ঘরে বসে থাকেন নি তিনি। সমাজের নিপীড়িত, নির্যাতিত ও দূর্ভিক্ষ মানুষের সেবা ও সহায়তা নিয়ে ছুটে চলেছেন অবিরাম গতিতে। তাঁর এতো শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষের মনে, প্রাণে ও অন্তরে জায়গা করে নেন। যার প্রেক্ষিতে মানুষের ¯েœহ, শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠ হন তিনি।

মানুষের এতো ভালোবাসা থেকে এই মানবটিকে দূরে সরে রাখতে সুবিধাবাদী কু-চক্রী মহল ইর্শ্বিনীত হয়ে তার বিরুদ্ধে কুতশা রটাচ্ছে। এসুযোগে কেউ এমপি আবার কেউ উপজেলা পরিষদ চেয়ারম্যান হবার স্বপ্নে বিভিন্ন ভাবে সাংসদ ফারুক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে তার থুথু ছিটকে তাদেরই চোখে মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

এনিয়ে সাংসদ ফারুক চৌধুরী বলেছেন, আগামী দিনেও সমাজের নিপীড়িত, নির্যাতিত ও দূর্ভিক্ষ মানুষের সেবা ও সহায়তার পাশাপাশি জননেত্রী মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে অবিরাম গতিতে তানোর ও গোদাগাড়ীর উন্নয়নে আরও এগিয়ে যাব। এতে কেউ বিরোধিতা করেও দাবিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.