রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৭ am
নিজস্ব প্রতিবেদক : করোনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও মানুষকে স্বাস্থ্যবিধি মানায় উদ্বুদ্ধ করতে রাজশাহীতে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব।
তারই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী নগরীর নিউ মার্কেট ষষ্টিতলা, লক্ষিপুর, ভাটাপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ এবং করোনার ঝুঁকি এড়াতে জনগণকে সচেতন করা হয়। প্রবাসীদের নানা অধিকার নিয়ে কাজ করা উত্তর আমেরিকার বৃহৎ সংগঠন ‘বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ’ এর সৌজন্যে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এদিন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক শফিউল আলম বুলু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু অংশ নেন এবং জনগণকে সচেতন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য রাকিবুল হাসান শুভ, সাগর নোমানী, আরিফুল ইসলাম আদিল হোসেন, হানিফ চৌধুরী প্রমুখ।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেন, এলাকাভিত্তিক নিয়মিতভাবেই এ কার্যক্রম পরিচালিত হবে। আজকের তানোর