শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৪ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে তানোর থানা পুলিশ।
এউপলক্ষে আজ (২৬ জুন) শনিবার সকাল ১১টার দিকে তানোর থানা চত্বর থেকে পুলিশের একটি র্যালী বের করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
থানার আয়োজনে র্যালীতে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তদন্ত ওসি আব্দুল বারী, এসআই আমিরুল ইসলাম, এএসআই আশরাফুল আলম ছাড়াও পুরো থানার পুলিশ সদস্যগণ।
এসময় থানার ওসির আহবানে র্যালীতে যোগ দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহসভাপতি লুৎফর রহমান, আশরাফুল আলম, ক্যাশিয়ার সোহেল রানা ও তানোর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এসময় পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে বেশ কয়েকশ মাস্ক বিতরণ করা হয়। আজকের তানোর