রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৭ am
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-চাচা ও ভাইয়ের ওপর প্রতিপক্ষের হামলার ভিডিও ধারণ করায় সামির হোসেন নামে একজন প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহত সামির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামির হোসেন। তিনি বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া দিহট গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় সামিরের চাচা, বাবা, ভাই ও দাদাও মারধরের শিকার হয়েছেন। তার চাচা মো. আয়েতুল্লাহর মাথা ফেটে গেছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, এ ঘটনায় সামির রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে একই এলাকার মো. আমিন, জামিল, মোমিন, একরামুল হক, এবরান আলী, মো. শামীম, ইমাম, হায়দার আলী ও খোকন আলীকে অভিযুক্ত করা হয়। তবে পুলিশ এখনো মামলা রেকর্ড করেনি।
ভুক্তভোগী সামির হোসেন বলেন, ‘আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। আমার একটি পা নেই। কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করি। কৃত্রিম পা লাগানোর কারণে ভারি কাজ করতে পারি না। পারিবারিক বিরোধের জেরে আমার বাবা, ভাই, দাদা সবাইকে মারধর শুরু করলে দূর থেকে সেই হামলার ভিডিও করি। এই ভিডিও করার কারণে তারা আমার ওপর হামলা চালায়।’
তিনি বলেন, ‘তাদের হামলায় আমার কপাল কেটে গেছে। এছাড়াও বুকে বাঁশ দিয়ে আঘাত করেছে। বুকে প্রচণ্ড ব্যথা থাকায় হাসপাতালে ভর্তি হয়েছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পরে তারা ফের হামলা চালিয়ে আমার চাচা আয়েতুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছেন। তার মাথায় ৩টি সেলাই দেয়া লেগেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি।’
দ্বন্দ্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দাদা কিছু পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ভোগ করে আসছিলেন। আমি এসব জমির দলিল খুঁজে দেখি তারা অবৈধভাবে এসব জমি ভোগ করছে। বিষয়টি জমির দখলদারকে জানানোর পর থেকে তারা নানা হুমকি-ধামকি দিয়ে বলেছে, আমরা যেন জমির মালিকানা দাবি না করি। আজ আমার ছোট ভাই মো. মিলনকে এ বিষয়ে নানারকম কথা বলতে থাকে। এ নিয়ে মিলন প্রতিবাদ জানালে আমাদের ওপর হামলা চালানো হয়।’
জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘আহত সামির থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলেই মামলা হিসেবে রেকর্ড করা হবে।’ আজকের তানোর