রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অসহায়দের মাঝে করোনাকালীন ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অনুদানের টাকা ও নিজ তহবিল থেকে শাড়ী বিতরণ করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি ও রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।
করোনার মহামারিতে অসহায় মানুষের কষ্ট মুছে দিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ অর্থ বিতরণ করেন তিনি।
অনুদান চেক পেয়ে খুশি হয়ে তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেমন একজন নারী হয়ে সর্বদা নারী ও অসহায় দের কষ্টের অবসান নিয়ে ভাবেন, তেমনি আমাদের মহিলা এমপি মিতা আপুও আমাদের বিপদে পাশে দাঁড়ায়ে সমাধান করে থাকেন। তিনি আমাদের এর আগেও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এখনও তিনি আমাদের সহযোগিতা করেই যাচ্ছেন।
তাঁর ভালোবাসা, বিভিন্ন রকম উপহার আমাদের আঁধারের মাঝে আলোর পরশ দেই। আমরা মিতা আপুর মঙ্গল কামনা করছি। অনুদান বিতরনে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
এসময় রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আশার জন্য অনুরোধ করেন। এছাড়াও পর্যায়ক্রমে সহযোগিতার মাধ্যমে সকলের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি। এর আগেও তিনি পর্যায়ক্রমে অসহায়দের অনুদান দিয়েছেন। আজকের তানোর