বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ১০:২০ am
বগুড়া প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর একজনের নাম জামাল উদ্দিন (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস সরকার ট্রাভেলস ও ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন। আজকের তানোর