বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৭ pm
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-বাগাতিপাড়া সড়কের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ওই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের অসংখ্য স্থানে খানাখন্দের কারণে কাদাপানির সৃষ্টি হচ্ছে। ফলে চলাচল করতে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ওই সড়ক দিয়ে বর্তমানে রিকশা-ভ্যানও যেতে চায় না। ওই অবস্থার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টির কারণে নুরনগর ভাঙা সাঁকো এলাকায় বালুভর্তি একটি ট্রাক নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার পাশ দিয়ে আরেকটি ট্রাক পার হতে গিয়ে কাদায় আটকে যায়। ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চলাচলকারীরা ভোগান্তির মধ্যে পড়েন।
জানা যায়, আড়ানী রেলস্টেশনের নুরনগর খয়েরমিল রেলগেট থেকে বাঘা উপজেলার সীমান্ত পাকা গ্রামের প্রায় এক কিলোমিটার অসংখ্য স্থানেই খানাখন্দের পাশাপাশি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ভাঙাচোরা সড়কে সার্বক্ষণিক কাদাপানিতে পরিণত হয়ে যায়। শুকনোর সময়ে ধুলাবালিতে সড়কের ধারে বসবাসকারী ও পথচারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। আজকের তানোর