বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:১৫ am
খাইরুল ইসলাম বাসিত, পাবনা : পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে শুক্রবার সকালে আলী হোসেন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত শিশু উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পাশেই জালসা শুনতে যায় আলী হোসেন। জালসা শেষ হলেও শিশু আলী বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন অনেক খোঁজ করে পায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর মধ্যে ডালপালার উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বস্তা খুলে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি আলী হোসেন বলে সনাক্ত করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে শিশুটির কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।