বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ১২:৫৫ am
ডেস্ক রির্পোট : উত্তপ্তের মধ্য দিয়ে গাজীপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে কালীগঞ্জে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। আর এ নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও মেম্বারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে জাঙ্গালিয়া মাদ্রাসা, আজমতপুর কলেজ, বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্তারপুর স্কুল, উত্তর খৈকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গাঁওবাজার মাদ্রাসাসহ অধিকাংশ কেন্দ্রে সহিংসতার আশঙ্কা রয়েছে।
উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে শনিবার হামলা-পাল্টাহামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। স্থানীয় দলীয় সমর্থক ও বিরোধী প্রার্থী-কর্মীদের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার মো. ওমর ফারুক ও ফারিজা নুর জানান, প্রার্থীরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বেশ কয়েকটি আবেদন দিয়েছেন। আমরা তা গুরুত্বসহকারে দেখছি। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা যায়, আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা, পোস্টার ছিঁড়ে ফেলা, কালোটাকার ছড়াছড়ি ও বিরোধী প্রার্থীর কর্মী-সর্মথকদের ভোটকেন্দ্রে না আসার হুমকি, সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি কেন্দ্র দখলের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।
এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ যুগান্তরকে বলেন, ভোট ঘিরে উত্তেজনা ও শঙ্কা আছে, থাকবে। তবে তা সীমা লঙ্ঘন যাতে না ঘটে সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাঙ্গালিয়া ও জামালপুর ইউপির জন্য অতিরিক্ত ২ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র্যা ব মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত ২১ জুন প্রথম ধাপে ২০৪টি ইউপি ও দুটি পৌরসভায় সোমবার ভোটগ্রহণ হবে।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাত ইউপির মধ্যে ছয় ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে যাচ্ছে সোমবার। এতে মোট ভোটার এক লাখ ৫৯ হাজার ৬২৪ জন। পুরুষ ভোটার ৮১ হাজার ১৮৬, নারী ৭৮ হাজার ৪৩৮ জন। কেন্দ্র ৭৪টি, বুথ ৪৫৪টি। চেয়ারম্যান ১৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ ও সাধারণ ওয়ার্ডে ১৯৯ জন; মোট ২৭২ প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যদিও দুটিতে চেয়ারম্যান, সংরক্ষিত দুটি ও একটিতে সাধারণ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। কয়েকটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এসব এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। সূত্র : যুগান্তর