রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:০২ am

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
নাচোলে মাথা গোঁজার ঠাঁই পেল ৫০০ গৃহহীন পরিবার

নাচোলে মাথা গোঁজার ঠাঁই পেল ৫০০ গৃহহীন পরিবার

শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় সারাদেশে ৫৩ হাজার ৪৩০টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর করে এ প্রকল্পের উদ্বোধন করেন। এরমধ্যে নাচোল উপজেলায় ৫’শত ভুমি ও গৃহহীন  পরিবার মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেল বাড়ি।
আজ ২০ জুন রোববার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল ও চাবি তুলে দেন ।
এর পরপরই উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে উপস্থিত তালিকাভুক্ত ভূমিহীন পরিবার গুলোর মাঝে বাড়ির দলিল সহ চাবি তুলে দেওয়া হয় ।
এ লক্ষ্যে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল সহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওঁরাও । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
ইউএনও সাবিহা সুলতানা জানান, সরকারের ঘোষণা করা মুজিব বর্ষের উপহার হিসেবে ভূমি ও গৃহহীন প্রত্যেকটি পরিবারকে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত পূর্বক অর্থাৎ ‘ক’ শ্রেণী পরিবারের জন্য ২ কক্ষ বিশিষ্ট সেমি- পাকা একটি বাড়ি এবং বাড়ির দলিলসহ চাবি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ।
এ উপজেলায় প্রথম পর্যায়ে ২’শত পরিবারকে বাড়ির দলিল সহ চাবি দেয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ৫’শত পরিবারের মাঝে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর শুরু হল । সীমিত সময়ে তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে বাড়ির দলিলসহ চাবি তুলে দেওয়া হবে ।
এছাড়া তৃণমূলে ভূমি ও গৃহহীন পরিবার বাছাই ,খাসজমি নির্ধারণ এবং বাড়ি নির্মাণে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ,উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ও স্থানীয় জন প্রতিনিধিসহ মিডিয়া সহযোগিতা করে যাচ্ছেন ।
এদিকে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহিণীদের জন্য ২শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক গৃহ নির্মাণ এবং “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ”এর কাজটি উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.