শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৩ am
ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের জার্সিতে পেলের গোল ৭৭টি। নেইমার ৬৮টি। ব্যবধান মাত্র ৯ গোলের। উত্তরসূরির জন্য তাই অধীর অপেক্ষা পেলের। কখন নেইমার চূড়ায় পৌঁছাবে, তা দেখতে অপেক্ষায় দিন গোনার কথা জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।
নেইমার করেন দ্বিতীয় গোলটি। পেলেকে ছোঁয়ার পথে এগিয়ে যান আরেক ধাপ। এরপরই ইনস্টাগ্রামে নেইমারের ছুটে চলা নিয়ে লেখেন পেলে। ছোট্ট বার্তায় নেইমারকে প্রথম দেখার স্মৃতিও রোমন্থন করেছেন তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবল গ্রেট। “আজ সে আমার জাতীয় দলের হয়ে গড়া গোলের রেকর্ডের পথে আরেক ধাপ এগোল।
যখন তাকে প্রথম খেলতে দেখেছিলাম, সেই দেখার একই আনন্দ নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নেইমার সেখানে পৌঁছুবে।” আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ানদের গোলসংখ্যা অবশ্য নিরন্তর বিতর্কের এক বিষয়। অনেক সময় কেবল প্রতিযোগিতামূলক ম্যাচকেই বিবেচনায় নেওয়া হয়, অনেক সময়ই আবার প্রীতি ম্যাচ ও অনানুষ্ঠানিক ম্যাচকেও গোনায় ধরা হয়।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) প্রায়ই বিভ্রান্তিকর সব পরিসংখ্যান জানিয়ে আসছে। আনুষ্ঠানিক হিসেবে যেমন সাবেক স্ট্রাইকার রোনালদোর গোলসংখ্যা ব্রাজিলের হয়ে ৬২টি। তবে অনানুষ্ঠনিক ম্যাচের গোল মিলিয়ে ৬৭টি। সেসব বিবেচনায় নিয়েই পেরুর বিপক্ষে ম্যাচের পর সিবিএফ জানায়, রোনালদোর গোল সংখ্যা পেরিয়ে নেইমার এখন ব্রাজিলের হয়ে এককভাবে দুইয়ে। সূত্র : এফএনএস