শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০৬:৫৫ am

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মুন্ডুমালায় সিমানা পিলারে মেয়রের নামে নাগরিক ভোগান্তি

মুন্ডুমালায় সিমানা পিলারে মেয়রের নামে নাগরিক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সিমানা পিলারে আজও সাবেক মেয়রের নাম। এতে করে পৌর নাগরিকরা বিভ্রান্তি ও ভোগান্তির মধ্যে পড়েছেন। সম্প্রতি ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে কলেজ নৈশপ্রহরী সাইদুর রহমান মেয়র নির্বাচিত হন। পরে ২৪ ফেব্রুয়ারী শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

কিন্তু পরিষদের সিমানা পিলারে ও গুরুত্বপূর্ণ ফাইলপত্রে মেয়র সাইদুর রহমানের নাম আজও উঠানো হয়নি। পৌর পরিষদের সচিব আবুল হোসেন বর্তমান মেয়রের প্রতি ক্ষুব্ধ হয়ে সিমানা পিলারে তার নাম উঠানো নিয়ে উদাসিন। আর সাবেক মেয়রের সঙ্গে আন্তরিকতার কারণে গোলাম রাব্বনীর নাম সিমানা পিলারে ও বিভিন্ন ফাইলপত্রে আজও বিদ্যমান রয়েছে। ফলে নাগরিকরা মেয়র নামে ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছেন।

তবে, এব্যাপারে মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেন বলেছেন, সিমানা পিলারে বর্তমান মেয়রের নাম উঠানো হয়নি, ঠিক আছে। কিন্তু নাম উঠানো ও মুছানো নিয়ে মেয়রের পক্ষ থেকে তেমন নির্দেশনাও পাননি বলে এড়িয়ে গেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরিষদের নাগরিকরা জানান, পৌর পরিষদ নির্বাচনের ৫ মাস পরও মেয়রের নাম পরিবর্তন হয়নি, এটা দুঃখজনক। আমরা কোন কাজে পরিষদে গেলে মেয়র নাম নিয়ে বিভ্রান্তি ও ভোগান্তি হচ্ছে। তাছাড়া পরিষদ এলাকার বাইরে থেকে কেউ প্রবেশ করতেই রাস্তার পাশ্বের্¦ সিমানা পিলারে গোলাম রাব্বানীর নাম দেখে মনে করছেন তিনিই বর্তমান মেয়র।

কিন্তু পরিষদে গিয়ে কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন মেয়র সাইদুর রহমান। পরিষদের সিমানা পিলারে ও বিভিন্ন ফাইলপত্রে সাবেক মেয়রের নাম মুছে দিয়ে বর্তমান মেয়রের নাম উঠানোর জন্য অনুরোধ জানান এঅঞ্চলের ভুক্তভোগি নাগরিকরা। এনিয়ে মেয়র সাইদুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.