মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩১ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড লাতিন আমেরিকান ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত নজরদারি আর গ্রেফতার আতঙ্কে ভুগছে বিপুলসংখ্যক পুলিশ শীতের তীব্রতায় দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে তানোরে একদিকে ধান মাড়াই অপরদিকে আলু রোপনে ব্যস্ত কৃষক-কৃষাণীরা দেশেই কম খরচে বাস তৈরি করবে বিআরটিসি হেমন্তের সোনালি ধানের ভাপা পিঠায় শীতের আগমনী বার্তা অচেনা ছন্দে আক্ষেপ ফুরোচ্ছে বার্সেলোনা সমর্থকদের
মুন্ডুমালায় সিমানা পিলারে মেয়রের নামে নাগরিক ভোগান্তি

মুন্ডুমালায় সিমানা পিলারে মেয়রের নামে নাগরিক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সিমানা পিলারে আজও সাবেক মেয়রের নাম। এতে করে পৌর নাগরিকরা বিভ্রান্তি ও ভোগান্তির মধ্যে পড়েছেন। সম্প্রতি ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে কলেজ নৈশপ্রহরী সাইদুর রহমান মেয়র নির্বাচিত হন। পরে ২৪ ফেব্রুয়ারী শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

কিন্তু পরিষদের সিমানা পিলারে ও গুরুত্বপূর্ণ ফাইলপত্রে মেয়র সাইদুর রহমানের নাম আজও উঠানো হয়নি। পৌর পরিষদের সচিব আবুল হোসেন বর্তমান মেয়রের প্রতি ক্ষুব্ধ হয়ে সিমানা পিলারে তার নাম উঠানো নিয়ে উদাসিন। আর সাবেক মেয়রের সঙ্গে আন্তরিকতার কারণে গোলাম রাব্বনীর নাম সিমানা পিলারে ও বিভিন্ন ফাইলপত্রে আজও বিদ্যমান রয়েছে। ফলে নাগরিকরা মেয়র নামে ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছেন।

তবে, এব্যাপারে মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেন বলেছেন, সিমানা পিলারে বর্তমান মেয়রের নাম উঠানো হয়নি, ঠিক আছে। কিন্তু নাম উঠানো ও মুছানো নিয়ে মেয়রের পক্ষ থেকে তেমন নির্দেশনাও পাননি বলে এড়িয়ে গেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরিষদের নাগরিকরা জানান, পৌর পরিষদ নির্বাচনের ৫ মাস পরও মেয়রের নাম পরিবর্তন হয়নি, এটা দুঃখজনক। আমরা কোন কাজে পরিষদে গেলে মেয়র নাম নিয়ে বিভ্রান্তি ও ভোগান্তি হচ্ছে। তাছাড়া পরিষদ এলাকার বাইরে থেকে কেউ প্রবেশ করতেই রাস্তার পাশ্বের্¦ সিমানা পিলারে গোলাম রাব্বানীর নাম দেখে মনে করছেন তিনিই বর্তমান মেয়র।

কিন্তু পরিষদে গিয়ে কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন মেয়র সাইদুর রহমান। পরিষদের সিমানা পিলারে ও বিভিন্ন ফাইলপত্রে সাবেক মেয়রের নাম মুছে দিয়ে বর্তমান মেয়রের নাম উঠানোর জন্য অনুরোধ জানান এঅঞ্চলের ভুক্তভোগি নাগরিকরা। এনিয়ে মেয়র সাইদুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.